ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতীয় সংসদে ঝড় তোলা কে এই মহুয়া? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ৪ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

আবারও আলোচনায় ভারতের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দেশটির ১৮ তম সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনেই ঝড় তুলেছেন এই সাংসদ। যার তোড়ে অধিবেশন থেকে অনেকটা পালিয়ে বাঁচলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই আবারও আলোচনায় মহুয়া। 

কৃষ্ণনগর থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টির প্রার্থী হিসাবে ২০১৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে জয়লাভ করেন এবং বহিষ্কৃত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেছেন মহুয়া মৈত্র। 

২০২৩ সালের ডিসেম্বরে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে। সে সময় তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তাই আবারও নির্বাচিত হয়ে ঠিক সেই ঝাঁঝটাই যেনো ঝাড়লেন মহুয়া। 

বহিস্কারের দিন সংসদ থেকে বেরিয়ে মহুয়া বলেছিলেন, এর শেষ দেখে ছাড়বেন। প্রকৃতপক্ষেই শেষ দেখে ছাড়লেন তিনি। আবারও নির্বাচিত হলেন এবং লোকসভার প্রথম অধিবেশনেই ঝড় তুললেন। 

অধিবেশনে কথা বলার সুযোগ পেয়ে তিনি বলেন, ‘আমাকে এই সভাতেই কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আমাকে বসতে দেওয়া হয়নি। কিন্তু সেটা যারা করেছে আজ তাদেরই ৬৩ জন এমপিকে জনতা বাড়িতে পাঠিয়ে দিয়েছে। দেশের মানুষ বিজেপিকে ৩০৩ থেকে ২৪০-এ নামিয়ে এনেছে।’

অধিবেশনের ভিডিওতে দেখা যায় মহুয়া যখন কথা বলার জন্য উঠে দাঁড়ান, প্রধানমন্ত্রী মোদি তখন আসন ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য উঠে পড়েন। মোদিকে উদ্দেশ্য করে মহুয়া তখন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাকে অনুরোধ করছি, আজ অন্তত আমার কথা শুনে যান। এখানে আড়াই ঘণ্টা ধরে আপনি বসে আছেন আমার এই কথাটাই শুনতে। স্যার, ভয় পাবেন না, ভয় পাবেন না। স্যার আপনি আমার কেন্দ্রে দুবার এসেছিলেন ভোটের আগে। ভোট প্রচার করেছিলেন। তারপরেও নরেন্দ্র মোদি বেরিয়ে যাওয়ায় মহুয়া বলেন, ওকে, আমার দুর্ভাগ্য।’

মহুয়া তার এই দিনের বক্তব্যে, নির্বাচনে বিজেপির বিপর্যয়কে উপহাস করে বলেন, ‘জনপ্রতিনিধিদের কণ্ঠরোধ করার মূল্য চোকাতে হয়েছে শাসকদলকে।’

মহুয়ার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চ থেকে বিপুল হট্টগোল শুরু হয়। তৃণমূলের সতীর্থরা তখন তাদের চুপ করতে বলেন। মহুয়া বলেন, ‘যার ইচ্ছে হয় চলে যান। আমি আমার ভাষণ শেষ করে যাব। কারণ আমাকে এখানে বসতে দেওয়ার জন্য ভোটারেরা শাসকদলের ৬৩ জনকে ছাঁটাই করে দিয়েছেন।’

এরআগে ২০১৯ সালেও একবার ঝাঁঝালো ভাষণ দিয়ে আলোচনায় এসেছিলেন মহুয়া। 

মহুয়া কলকাতার গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে পড়াশোনা করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মাউন্ট হলিওক কলেজ সাউথ হ্যাডলি থেকে ১৯৯৮ সালে অর্থনীতি এবং গণিতে স্নাতক হন। রাজনীতিতে আসার আগে নিউ ইয়র্ক সিটি এবং লন্ডনে বিনিয়োগ ব্যাংকার হিসাবে কাজ করেছেন তিনি। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি